শাঁখের আওয়াজ উলু ধ্বনি কাঁসর ঘন্টা বাজিয়ে তৃণমূলের শপথ যাত্রা

11th February 2021 10:09 pm বাঁকুড়া
শাঁখের আওয়াজ উলু ধ্বনি কাঁসর ঘন্টা বাজিয়ে তৃণমূলের শপথ যাত্রা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  শঙ্খ ধ্বনি উলু ধ্বনি ঝাঁঝ ঘন্টা বাজিয়ে মিছিল করে তৃতীয় বারের জন্য ক্ষমতায় মমতা শপথ নিলেন তৃনমুলের মহিলা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার বেলিয়াতোড়ে অভিনব শপথ যাত্রা করলো তৃনমুলের মহিলা কর্মীরা।  এদিন বেলিয়াতোড় ডাকবাংলো মোড় থেকে রাজ্য সড়ক ধরে গোটা বেলিয়াতোড় বাজার ঘুরে বর্নাঢ্য শপথ যাত্রা।  এ দিনের শপথ যাত্রায় তৃনমুলের মহিলা কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কোন শ্লোগান ছিল না শুধু শঙ্খ ধ্বনি, ঝাঁঝ ঘন্টার ধ্বনিতেই গোটা এলাকা মুখরিত করে এই শপথ যাত্রা।  পোস্টারে লিখা আবার মমতা। তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধায় তাই শঙ্খ,  উলু ধ্বনি এবং ঝাঁঝ ঘন্টা বাজিয়ে তারই শপথ নিলেন মহিলা তৃনমুল কর্মীরা। তৃনমুলের দাবি এই ধ্বনি উন্নয়নের ধ্বনি,  এই ধ্বনি তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেবার ধ্বনি। পাশাপাশি বিজেপি রথ কে কটাক্ষ করে  তৃনমুলের মহিলা কর্মীদের দাবি বিজেপির রথের কু প্রভাব ও কু দৃষ্টি এই বাংলায় যাতে না পড়ে সেই জন্য শঙ্খ ও উলু ধ্বনি ঝাঁঝ ঘন্টা বাজিয়ে এমন মিছিলের আয়োজন।  





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।